প্রতিনিধি, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): নাচোল পৌরসভায় বেসরকারি ফলাফলে প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুর রশিদ খান ঝালু।
তিনি পেয়েছেন ৩ হাজার ২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ। রেল ইঞ্জিন প্রতীকে তিনি পেয়েছেন ২ হাজার ৭২০ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপির মোহা. কামরুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬৪১ ভোট। এছাড়া অন্য স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম ৮০৫, আবদুল মালেক চৌধুরী ৫১৫, আসলাম হোসেন ২১৭ ও জাতীয় পার্টির তৌহিদুল ইসলাম শাহীন পেয়েছেন ৯১ ভোট।