মীর মনিরুজ্জামান ,নেত্রকোনা: নেত্রকোনার পাঁচটি পৌরসভায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। পাঁচ পৌরসভার মধ্যে মেয়র পদে বেসরকারিভাবে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
মেয়র পদে বিজয়ী প্রার্থীরা হলেন নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগের আলহাজ মো. নজরুল ইসলাম খান। তিনি পেয়েছেন ২৬ হাজার ৬৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনিরুজ্জামান দুদু পেয়েছেন ১১ হাজার ৮৪৪ ভোট।
মোহনগঞ্জ পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট লতিফুর রহমান রতন। তিনি পেয়েছেন ৮ হাজার ৪১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহাবুবুন নবী শেখ পেয়েছেন ৪ হাজার ৩৬২ ভোট।
কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হক ভূঞা বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৭১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।
দুর্গাপুর পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আ. ছালাম। তিনি পেয়েছেন ৭ হাজার ৮৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. জামাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৩১৮ ভোট।
মদন পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান তালুকদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. মাশরিকুর রহমান পেয়েছেন ১ হাজার ৫০ ভোট।