প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন তিন মোটরসাইকেল আরোহীর।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের সামনে দুর্ঘটনায় নিহতরা হন মোটরসাইকেল আরোহী বাচ্চু (৪৫) ও এরশাদ (৪২) ও আদু (৪৫)।
বাচ্চুর বাড়ি নগরীর মালদা কলোনি এলাকায়। অপর দুজনের ঠিকানা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর মালদা কলোনিএলাকার বাচ্চুসহ এরশাদ ও আদু একটি মোরসাইকেলে করে রেলগেট হয়ে নওদাপাড়ার দিকে যাচ্ছিলেন। নওদাপাড়া এলাকায় বাচ্চুর ট্রাকের গ্যারেজ আছে। তিনি ট্রাকের ইঞ্জিন মিস্ত্রি। এছাড়াও তারা তিনজনই মাছের ব্যবসা করেন।
তাদের মোটরসাইকেলটি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সামনে এলে বিপরীতমুখী বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠালে এরশাদকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে আদুকেও মৃত ঘোষণা করা হয়।
রাজশাহী মহানগরীর উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলাম জানান, বাসটি নওদাপাড়া এলাকাতেও একটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর থেকেই বেপরোয়া গতিতে সেটি নগরীর দিকে ঢুকতে থাকে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন আরোহী নিহত হন।