আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: কারপাস পদ্ধতির প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মবিরতিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দুদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার (শুল্ক) শরিফ আল আমিন জানান, দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কাজ বন্ধ করে দেয়ায় মঙ্গলবার থেকে বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
শুল্ক কমিশনার আরো জানান, সম্প্রতি ভারতের কাস্টমস বিভাগ সে দেশের বন্দরে কারপাস সিস্টেম (প্রতিবার পারাপারে পরিচয়পত্রসহ সব কাগজ প্রদর্শন) চালু করে। মঙ্গলবার থেকে ভোমরার ওপারে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে কারপাস পদ্ধতি চালু হয়। কিন্তু অবকাঠামোগত সুবিধা না থাকায় কাস্টমস বিভাগের কাছে আগামী জুন পর্যন্ত সময় চায় ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কাস্টমস বিভাগ সময় না দেওয়ায় তারা কাজ বন্ধ করে দেয়। ফলে দুইপারে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।
বিষয়টি সমাধানে ভোমরা স্থলবন্দর কাস্টমস অফিসে দু দেশের কর্মকর্তারা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলে জটিলতা নিরসন হয়নি বলে জানান তিনি।
ভোমরা সিঅ্যান্ডএফ কর্মকর্তা মমতাজ আহমেদ বাপী বলেন, কারপাস সিস্টেম চালু হলে প্রতিবার পরিচয়পত্রসহ সব ধরনের নথিপত্র দেখাতে হবে। যাতে জটিলতা তৈরি হবে।