বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা জজ আদালতে হাজিরা দিতে এসে হাতকড়াসহ পালিয়ে গেছেন আসামি আতিকুর রহমান আজাদ ।
আজ বৃহস্পতিবার দুপুরে অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি আতিকুর রহমান আজাদ (৩৪) পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক মো. নুর উদ্দিন ও কনস্টেবল নুরুল আহসানকে ক্লোজড করে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, ক্লোজড হওয়া পুলিশ সদস্যদের বিকেলেই পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়াকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আগামী ১০ কার্যদিবসের মধ্যে কমিটির সদস্যদের তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।