স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভুল রাজনীতি ও ধ্বংসাত্বক কার্যক্রমের কারণে হারিয়ে যাচ্ছে। সরকার বিএনপিকে ধ্বংস করছে না। কোনো রাজনৈতিক দল অন্য কোনো দলকে নিশ্চিহ্ন করতে পারে না। তিনি এসময় বিএনপি’র উদ্দেশে বলেন, ভুল রাজনীতি হতে শিক্ষা নিয়ে জ্বালাও-পোড়াও কাজের জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সঠিক রাস্তায় দেশের উন্নয়ন ও জনগণের জন্য কাজ করুন। তাহলে হয়ত জনগণ ভবিষ্যতে আপনাদের মূল্যায়ন করবে।
শুক্রবার বিকেলে ঈশ্বরদীর পাকশীতে অবস্থিত সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ঈশ্বরদী পৌর এলাকার সকল সড়কের কাজ অচিরেই শুরু হবে এবং রেলগেটে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। সড়ক দুর্ঘটনায় নিহত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপির মেজ ছেলে রানা শরীফের দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিতে মন্ত্রী পাকশী আসেন।
ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্তানে রানা শরীফের কবর জিয়ারত শেষে ভূমি মন্ত্রীর বাসভবনে দোয়া মাহফিল অংশ নেন তিনি। এসময় তিনি সন্তানহারা পিতা-মাতাসহ পরিবারের সকলকে সান্ত্বনা দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপন, পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী শাকিল মাহমুদসহ বহু মানুষ দোয়া মাহফিলে অংশ নেন ।