রায়পুরে ধর্ষণের অভিযোগে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজাদ হোসেন চৌধুরী (৪০) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ওই ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়।

police arrest man for rape in raipur
গ্রেফতার আজাদ হোসেন চৌধুরী।

রায়পুর শহরের পূর্বলাছ (পানবাজার) এলাকার আজাদ পৌর শ্রমিক লীগের সাবেক সভাপতি।  তিনি নিজেকে মানবাধিকার নেতা বলেও পরিচয় দিতেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নতুনবাজার এলাকা থেকে আজাদকে গ্রেফতার করা হয়।

স্কুল ছাত্রীর মা বাদী হয়ে আজাদ ও তাকে সহযোগিতাকারীসহ দুজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও ধর্ষণের শিকার কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর (১৩) পরিবার নতুনবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। মেয়েটির বাবা রিকশাচালক।  বাবা-মা বাসায় না থাকার সুযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে ওই কিশোরীর এক চাচাতো বোনের মাধ্যমে আজাদ চৌধুরী তাকে বাসায় ডেকে নেন। সারা রাত সেখানে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করেন আজাদ। ভোররাতে কৌশলে পালিয়ে এসে কিশোরী তার বড় বোনসহ পরিবারের লোকজনকে ধর্ষণের ঘটনা জানায়।

এ নিয়ে প্রতিবাদ করলে কিশোরীর বাবা-মাকে মারধর করে তাদের রিকশা আটকে রাখেন আজাদ।  পরে তিন হাজার টাকা দিয়ে রিকশা ছাড়িয়ে নিতে বাধ্য হন কিশোরীর বাবা। এ ঘটনার পর ভয়ে পরিবারটি শহরের বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যায়।

পানবাজার এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে আজাদ চৌধুরী নিজেকে কখনো শ্রমিক লীগ নেতা, কখনো মানবাধিকার নেতা আবার কখনো স্থানীয় প্রভাবশালী সাজিয়ে নারীদের হয়রানি ও নির্যাতন, সালিশ বাণিজ্য, মাদক আড্ডাসহ নানান অপকর্ম করে আসছেন। কিন্তু  ক্যাডার বাহিনীর ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, ঘটনার খবর পেয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মা বাদী হয়ে আজাদ ও কিশোরীর চাচাতো বোনের বিরুদ্ধে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.