টাঙ্গাইলের মধুপুরে আকাশী বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। আজ বৃহস্পতিবার দামপাড়া ও আকাশি গ্রামের মাঝখানের বিশাল ময়দানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতাকে ঘিরে ওই মাঠে তিন দিনের মেলা বসে। গান-বাজনাসহ নানা আয়োজনে উৎসবমুখর হয়ে উঠে গোটা এলাকা।
প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস, পৌর মেয়র মাদুদ পারভেজ, ওসি শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রমুখ। প্রায় এক লাখ নারী-পুরুষ-শিশু প্রতিযোগিতা উপভোগ করেন।
- আবদুল্লাহ আবু এহসান