ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতপরিচয় দুই যুবককে হত্যার পর মৃতদেহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে কাটাখালি ব্রিজ এলাকায় (হাওয়াখানা) করতোয়া নদীর পাশ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বুধবার রাতে কোনো এক সময় তাদের হত্যা করা হয়। পরিচয় যাতে প্রকাশ না পায় এজন্য মৃতদেহ পুড়িয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয়রা ভোরে করতোয়া নদীর সিসি ব্লকের লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, যুবকদের বয়স আনুমানিক ২২-২৫ বছরের মধ্যে হবে। তাদের মুখমণ্ডল, বুক ও হাত-পা ঝলসে গেছে বলে চেনা যাচ্ছে না। তাদের পরনে জিন্স, গ্যাবাডিন প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে।
ময়না তদন্তের জন্য মৃতদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।