বেলাল হোসেন জুয়েল, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৌনে দুই টাকা মূল্যের প্রায় পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে কোস্ট গার্ড।
আজ শনিবার সকালে কোস্ট গার্ড সদস্যরা সদর উপজেলার মজু চৌধুরীর হাট মাছঘাট এলাকা থেকে এসব জাল জব্দ করেন।
মজু চৌধুরীর হাট কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহ হাবিবুর রহমান জানান, মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ কারেন্ট জাল সি-ট্রাকযোগে ভোলায় নেওয়া হচ্ছে-গোপন সূত্রে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে জব্দ জাল প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয়।