প্রতিনিধি, রাজশাহী: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদ স্মরণে শোক সভা করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।
আজ মঙ্গলবার সকালে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন আরইউজের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, বিএফইউজে সদস্য জাবীদ অপু ও আনিসুজ্জামান, বিএফইউজের সাবেক সদস্য কাজী গিয়াস, সিনিয়র সাংবাদিক শরীফ সুমন, তানজিমুল হকসহ অন্যরা।