রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ কুড়ি বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শহরের মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে কমিটি ঘোষণা করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এস এম আহসান কবীর। প্রত্যক্ষভোটে এইচ এম দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক এবং জিয়াউল হাসান নিকসন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপদেষ্টা আব্দুর রাজ্জাক মুনান, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, কেন্দ্রীয় যুবদল নেতা এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চানসহ অন্যরা।