হায়দার হোসেন, গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ার বর্নি ইউনিয়ন পরিষদে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা শুরুর মধ্য দিয়ে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম।
এর মধ্য দিয়ে আজ রোববার থেকে ৮০টি ইউনিয়ন পরিষদ অফিসে এ সেবা চালু হয়েছে।
সারা দেশে ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে সরকার ৬৭৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ১১০টি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে।
রোববার এ সেবার উদ্বোধন উপলক্ষে বর্নি ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, এখন থেকে শুধু ধনীরাই স্মার্টফোন ব্যবহার করবেন না, দরিদ্র কৃষক ও খেটে খাওয়া মানুষ যাতে স্বল্পমূল্যে স্মার্টফোন ব্যবহার করতে পারে তার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ইতোমধ্যে দুটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কথা হয়েছে। মন্ত্রী আরো বলেন, কিস্তির মাধ্যমে দরিদ্ররা স্মার্টফোনের দাম পরিশোধ করতে পারবেন। বাড়িতে বসেই কৃষক ও সাধারণ মানুষ ইন্টারনেট সুবিধা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ চৌধুরী।
এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।