ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের জাহিদ হাসান (৩৭), সাগর হোসেন (২০), ইমদাদুল হক (২০), আকিদুল ইসলাম (২২), এনামুল ইসলাম (৩০), রায়হান হোসেনসহ (২৯) ১০ জন।

Jhenaidah Clase Pic
ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহতদের কয়েকজন

স্থানীয়রা জানান, শনিবার কালীগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে নিয়ামতপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামে ইউপি সদস্য পদে মহিদ হোসেন নির্বাচিত হন।

রোববার সকালে ওই ওয়ার্ডের সদস্য পদে পরাজিত কামরুল ইসলামের সমর্থকরা মহিদ হোসেনের সমর্থদের উপর চড়াও হয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার আশরাফুজ্জামান জানান, নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, পরাজিত ও বিজয়ী সমর্থদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে থানায় এখনো কোন মামলা হয়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.