অলিউল হক ডলার, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে নাচোলে খাদ্য গুদাম চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মোহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক ও এমপি’র প্রতিনিধি মশিউর রহমান বাবু।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খাদ্য পরিদর্শক শফিউর রহমান। এ সময় প্যানেল মেয়রসহ পৌর কাউন্সিলর, গণমাধ্যম কর্মী ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন। ২৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত ২৮ টাকা কেজি দরে একজন কৃষকের কাছ থেকে ১ বস্তা থেকে ১ মেট্রিক টন গম ক্রয় করা যাবে। নাচোল উপজেলায় গম ক্রয়ের লক্ষমাত্রা ৪ হাজার ৬৯ মেঃ টন।
ইউনিয়ন কৃষি পূনর্বাসন কমিটি ও পৌর কৃষি কমিটির অনুমোদিত কৃষকের তালিকা সম্প্রতি খাদ্য গুদামে পাঠানো হয়েছে। সে অনুযায়ী কৃষকের কৃষি কার্ড ও ব্যাংক একাউন্ট থাকা দরকার বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান।
উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় এ গম ক্রয় করা হবে। নাচোল পৌর এরাকায় ৩৪১ মেট্রিক টন, কসবা ইউনিয়নের জন্য ৯৭৩ মেট্রিক টন, ফতেপুর ইউনিয়নের ৫৯ মেট্রিক টন, নাচোল ইউনিয়নের জন্য ১০৫৮ মেট্রিক টন, ও নেজামপুর ইউনিয়নের জন্য ১১০ মেট্রিক টন গম কৃষকদের কাছ থেকে নেওয়া হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর জানিয়েছে।