মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ময়লার ভাগাড়ের মধ্যেও অপ্রকৃতস্থ মায়ের নিরাপদ সন্তান প্রসবে সহায়তা প্রদানকারী তিন নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সকালে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা সংগ্রামের নিবার্হী পরিচালক চৌধুরী মো. মাসুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, নারী ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. এইচ এম মাহাবুব আলম।
আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির, প্রেসক্লাব সভাপিত মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক নেছারউদ্দিন আহমেদ টিপু, মাসউদ সিকদার, মো. ফারুক সিকদার ও সহায়তাকারী স্বাস্থ্যকর্মী জুলিয়া নাসরিন।
উন্নয়ন সংস্থা সংগ্রামের আয়োজনে এ কাজের স্বীকৃতি স্বরূপ সন্তান প্রসবে সহায়তাকারী জুলিয়া নাসরিন, হাসিনা বেগম ও রেহেনা বেগমকে নগদ দুই হাজার টাকা, একটি শাড়ি ও নিজেদের ছবি সম্বলিত মগ প্রদান করা হয়।
গত ১১ এপ্রিল রাতে কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাটের আইডব্লিউটি’র বিল্ডিংয়ের নিচের ময়লার ভাগাড়ে অপ্রকৃতস্থ মা সন্তান প্রসব করেন। মায়ের দুই পায়ের ঝাঁকুনিতে পাজামায় আটকে থাকা সদ্যজাত পুত্র শিশুটি মায়ের পায়ের আঘাতে একটু পরই জোরে চিৎকার দিয়ে উঠে।
গভীর রাতে সদ্যজাত শিশুর কান্নার শব্দ শুনে দৌড়ে আসেন পাশের একটি খাবার হোটেলের মালিকের স্ত্রী হাসিনা বেগম এবং মাছবাজার এলাকার ক্ষুদ্র দোকানদার রেহেনা বেগম। তাঁদের সহায়তায় গভীর রাতে এগিয়ে আসেন স্বাস্থ্য সহকারী জুলিয়া নাসরিন। তাঁদের আন্তরিকতা ও সাহসিকতায় রক্ষা পায় ওই নারী ও তার সন্তান। বর্তমানে ওই শিশুটি সমাজসেবা কর্মকর্তার তদারকিতে রয়েছে।