আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁও পৌরসভা শাখা ছাত্রলীগ নেতা আল আমিন (২০) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছে। সোমবার সকালে গফরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাসে একদল সশস্ত্র ব্যক্তি আল আমিনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। হামলার জন্য পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছাত্রশিবির ও ছাত্রদলের সাবেক কর্মীদের দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালে ১১ টার দিকে গফরগাঁও সরকারি কলেজের সাইকেল স্ট্যান্ডের কাছে আল আমিন সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলার সময় ১০/১২ জনের একটি সশস্ত্র দল এই হামলা চালায়। এ সময় তারা আল আমিনের মাথা ও দুই পায়ে রামদা ও চাপাতি দিয়ে কোপায়।
পরে কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পৌরসভা ছাত্রলীগের আহবায়ক আবুল খায়ের রাহাত জানায়, আল আমিনের উপর হামলাকারী বাপ্পী, সাব্বির, লিংকন এরা একসময় ছাত্রশিবির ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল।
ওসি তোফাজ্জেল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।