গফরগাঁওয়ে ১৫ ইউপিতে গণপাঠাগার উদ্বোধন

আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): সকলের কাছে বই পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫টি ইউনিয়ন পরিষদ গণপাঠাগার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। এ সময় তিনি বলেন, এ লাইব্রেরি তথা জ্ঞানচর্চার আন্দোলন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বর্তমান সরকারের বিভিন্ন সৃজনশীল প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশ হওয়ার জন্য দ্রুত এগিয়ে চলেছে।

Gafargaon Pic-1,26.04.2016
গফরগাঁওয়ে ১৫টি ইউনিয়ন পরিষদ গণপাঠাগার উদ্বোধন করেন স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন প্রমুখ।

উপজেলা প্রশাসন জানায়, মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখার নির্দেশনাক্রমে গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাঠাগার স্থাপন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে প্রতিটি ইউনিয়নে একটি করে পাঠাগার স্থাপন করা হয়। প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই পাঠাগারের কার্যক্রম চলবে। ইউনিয়ন পরিষদ সচিব লাইব্রেরিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.