আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনের গহীনে বিষ দিয়ে মাছ ধরার সময় ছয় চোরাশিকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে দুটি মাছ ধরার নৌকা, জাল ও বিষ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের কাটাকুটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর মুন্সিগঞ্জ এলাকার আব্দুর রহিম, মতিয়ার রহমান, আব্দুল করিম, মোজাম হোসেন, ইসমাইল গাজী ও মাসুম বিল্লাহ।
সুন্দরবনের বনবিভাগ কর্মকর্তা এসিএফ শোয়েব খান জানান, সুন্দরবনে কিছুদিন যাবত নদীতে বিষ দিয়ে চোরাশিকারীরা মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়। এ সময় কাটাকুটি এলাকায় অভিযান চালিয়ে দুটি নৌকা জালসহ ছয় চোরাশিকারীকে আটক করা হয়। আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।