জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: জেলার হরিণাকুন্ডুতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেন।
এরা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া গ্রামের জগৎ আলীর ছেলে রহমান আলী (৩২) ও একই গ্রামের জয়নুদ্দীনের ছেলে রাজু আহম্মেদ (২০), ভবিৎপুর গ্রামের মনসুর আলীর ছেলে হৃদয় আহমেদ (১৮) ও মুজিবর রহমানের ছেলে নাজিম উদ্দীন (১৯)।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন জানান, নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অপরাধে দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড দেন।