অলিউল হক ডলার, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিসিএসআইআর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আকতার হামিদ দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিসিএসআইআর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রউফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন ঝালু, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রযুক্তির উপর মেলার আয়োজন করেন। পরে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
নাচোল কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি অফিসের উদ্যোগে এফএফএস মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় নাচোল উপজেলার নাশিরাবাদ গুচ্ছ গ্রাম এফএফএস স্কুলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত হয়।
কৃষক মাওলা বক্স এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সত্যেন কুমার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,এফএফ শিউলী খাতুন,পপি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি এফএফএস ক্লাবের সদস্যদের মাঝে ৩৭ হাজার ৫ শ’ টাকা হস্তান্তর করেন।