জাহিবা হোসাইন, (মংলা) বাগেরহাট: সুন্দরবনে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বনের নাংলী এলাকায় ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে বিকেলেই রওনা হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো: বেলায়েল হোসেন জানান, বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প সংলগ্ন নল বনে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নল বাগান ও আশপাশের গুল্ম জাতীয় লতাপাতা পুড়ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার জন্য নিদের্শ দেয়া হয়। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। আর ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। এতে আগুন নিভাতে দারুন বেগ পেতে হবে।
উল্লেখ্য, এর আগে নাংলীর একই এলাকায় গত ২৮ মার্চ লাগা আগুনে প্রায় দেড় একর ও ১৩ এপ্রিল লাগা আগুনে পুড়ে গেছে প্রায় সাড়ে ৮ একর বনভূমির গাছপালা।