গফরগাঁওয়ে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

আতাউর রহমান মিন্টু,গফরগাঁও (ময়মনসিংহ):  ময়মনসিংহের গফরগাঁওয়ে শুক্রবার বিকেলে পুকুরে গোসল করার সময় পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে আব্দুর মোমেন (২৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মশাখালী গ্রামের বেপারী পাড়া এলাকার কৃষক আব্দুল মোমেন ক্ষেতের ধান মাড়াই শেষে শুক্রবার বিকাল ৬টার দিকে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে পড়ে থাকা ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাতে ঝড়ের সময় এ তারটি ছিঁড়ে পুকুরে পড়ে। পল্লী বিদ্যুৎ অফিসে বারবার জানানো হলেও তারা তারটি সরানোর ব্যবস্থা করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.