কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কচাঁ নদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাছধরা অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় নদীর বক্ষে মাছ ধরা অবস্থায় অবৈধ কারেন্ট জাল আটক করে আদালত।
মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত কারেন্ট জালের মূল্য আনুমানিক দুই লক্ষাধিক টাকা।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফণি ভূষণ পাল জানান, আটককৃত কারেন্ট জাল স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।