একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পর এবার একক প্রার্থীতা ঘোষণা করল বিএনপি ও জাতীয় পার্টি। রবিবার সকালে এই প্রার্থীতা ঘোষণা করেন তারা ।
রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচনী তফশিল ঘোষণার পর পরই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ একক প্রার্থীতা ঘোষণা করে। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র ২ দিন আগে রবিবার একক প্রার্থীতা ঘোষণা করা হয় বিএনপি থেকে। আর জাতীয় পার্টি থেকে প্রার্থীতা ঘোষণা করা হয় সোমবার। থানা বিএনপির সভাপতি আল ফারুক জেমস জানান, আমরা ৮টি ইউনিয়নে একক প্রার্থীতা ঘোষণা করেছি।
চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন, রাণীনগর খট্রেশ্বর ইউনিয়নে ফরহাদ হোসেন, কাশিমপুর ইউনিয়নে সাইদুর রহমান বাঘা, গোনা ইউনিয়নে আমিনুল হক বেলাল, মিরাট ইউনিয়নে জামাল হোসেন, বড়গাছা ইউনিয়নে রেজাবুল হক, কালীগ্রাম ইউনিয়নে হারুনূর রশিদ, একডালা ইউনিয়নে মোসারব হোসেন ও পারইল ইউনিয়নে মশিউল আলম টুকু।
এছাড়া জাতীয় পার্টি থেকে ৮টি ইউনিয়নের মধ্যে একক প্রার্থীতা ঘোষণা করা হয়েছে মাত্র ৩ টিতে। থানা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম জানান, কাশিমপুর ইউনিয়নে বাবলু প্রামানিক, গোনা ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন ও কালীগ্রাম ইউনিয়নে রাহেদুল মজিদকে (বাবলু) চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফশিল অনুযায়ী আগামি ২৮ মে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন।