নাচোলে সন্ত্রাসীদের হামলায় বাড়ি ভাংচুর, আহত ৪

মোঃ আব্দুর রহমান মানিক, (নাচোল) চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি রাস্তার পাশে বাড়ি করায় সন্ত্রাসীদের হামলায় বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রীসহ ৪জন আহত হয়েছেন। আহতরা হলেন, কুতুর আলীর ছেলে নাসির (২৯), সৈয়দ আলীর স্ত্রী রেহেনা (৪০), মোহাম্মাদ আলীর ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী খালেদা (২০) ও নাসিরের স্ত্রী জিয়াসমিন (২৯)।

NACHOLE 01
নাচোলে সন্ত্রাসীদের হামলায় বাড়ি ভাংচুর

সোমবার দুপুর পৌনে ১২টায় নাচোল উপজেলার পশ্চিম লক্ষণপুর গ্রামের ৪টি বাড়ির উপর এ সন্ত্রাসী হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাচোল উপজেলার পশ্চিম লক্ষণপুর ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে শিবগঞ্জ উপজেলার নয়া-লা ভাংগা গ্রামের মৃত মফিজুদ্দিনের জমি রয়েছে। সেই জমির সীমানা ঘেরার জন্য মফিজুদ্দিনের ছেলে নাসিম ও শামীম ১টি ট্রাকসহ দুটি লছিমনে ৩০/৪০ জন লোক নিয়ে আসে। প্রথমে তারা জমির সীমানা পিলার ঘেরার জন্য ৪/৫টি ভূমিহীন পরিবারকে তাদের জমির সামনে থেকে উঠে যেতে বলে। এ সময় তারা বাড়ি ছেড়ে যেতে না চাইলে তাদের উপর লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে ৪টি বাড়ির টিন, বেড়া, টালি ভেঙ্গে তছনছ হয়ে যায়। সেই সাথে টাকা পয়সা, চাল-ডাল ও বাড়ির আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানায়।

এ ঘটনায় বাধা দিতে গেলে কুতুব আলীর ছেলে নাসির, সৈয়দ আলীর স্ত্রী রেহেনা, মোহাম্মাদ আলীর ৯ মাসের অন্তঃসত্তা স্ত্রী খালেদা, ও নাসিরের স্ত্রী জিয়াসমিন আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফাছিরুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শোনার পর অফিসার পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.