হাকিম বাবুল, শেরপুর: ডিপ্লোমা কৃষিবিদদের চাকুরিতে দ্বিতীয় শ্রেণির মর্যাদা দ্রুত বাস্তবায়নসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মরকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শেরপুরে। শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ইনস্টিটিউটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্র কমিটি’র সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক রাসেল হোসাইন বক্তব্য রাখেন। পরে একই দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে লিখিত একটি স্মারকলিপি শেরপুর জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে ৪ দফা দাবির মধ্যে ছিল, পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, কৃষি ডিপ্লোমাদের কাগজ কলমে দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদায় অর্šÍভূক্ত করা এবং সকল এটিআইতে শিক্ষা উপবৃত্তি প্রদান করা।