রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে বিজিবি ও পুলিশ পৃথক ২টি অভিযান চালিয়ে ২৪৮ বোতল ফেন্সিডিল আটক ও ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে (৩৮) গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজপাড়ায় পুলিশী অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গ্রেফতার করা হয়। খাদিজা হিলি সীমান্ত এলাকার মাদক ব্যবসায়ী মোস্তফা হোসেন ওরফে মোস্ত’র স্ত্রী।
খাদিজার বাড়িতে হেরোইন কেনা-বেচা হচ্ছে এমন খবর পেয়ে মঙ্গলবার ভোরে তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়। খাদিজা দীর্ঘদিন ধরে তার বাড়িতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রেখে বিক্রি করে আসছিল। এলাকায় সে মাদকস¤্রাজ্ঞী হিসেবে পরিচিত। গ্রেপ্তারের সময় বাড়ির লোকজন তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খাদিজা ও তার স্বামী মোস্ত’কে আসামি করে মঙ্গলবার দুপুরে হাকিমপুর থানায় মামলা দায়ের করে। মোস্ত পলাতক রয়েছে। মঙ্গলবার বিকেলে খাদিজাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার বেলা ১১টায় বিরামপুর রেলঘুন্টি নামকস্থানে ২৪৮ বোতল ফেন্সিডিলসহ আব্দুল জব্বারকে (৩৫) বিজিবি আটক করে। আটক জব্বার ফেন্সিডিলগুলো যানবাহনে উঠানোর জন্য বিরামপুর রেলঘুন্টিতে অপেক্ষা করছিল। এ সময় বিজিবি ফেন্সিডিলসহ তাকে আটক করে। জব্বার বগুড়া সদর উপজেলার চেলোপাড়া মহল্লার জয়েনউদ্দীনের পুত্র। এ ব্যাপারে বিজিবির পক্ষ হতে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।