জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়নে শীতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অপরাধে মোতালেব জোয়াদ্দারকে (২৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল ১১টায় ওই কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন। মোতালেব ওই গ্রামের মতিয়ার রহমান জোয়াদ্দারের ছেলে। মনিরা পারভীন জানান, জালভোট দেওয়ার সময় আটক হওয়া মোতালেবকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।