নাচোলে বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএলএস-ইজলাস প্রকল্প, লাইট হাউস ও আসুস এর উদ্যোগে বিনামূল্যে আইনি সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে অভি কর্মকারের বাড়িতে বিনামূল্যে আইনি সেবা ও পরামর্শ প্রদান করা হয়।

Nachole  07-7-16
নাচোলে বিনামূল্যে আইন সহযোগিতা প্রদান করা হচ্ছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র এ্যডভোকেট একরামুল হক পিন্টু বিনামূল্যে আইনি সেবা ও পরামর্শ প্রদান করেন। এ সময় সিএলএস-ইজলাস প্রকল্প, লাইট হাউস প্রকল্পের কোর্ডিনেটর পরিতোষ বাড়ৈ, প্যারালিগাল মিনা মাহাতো ও স্বেচ্ছাসেবক নয়ন কর্মকার উপস্থিতিতে ছিলেন।

জানুয়ারি ২০১৬ থেকে সিএলএস-ইজলাস প্রকল্প, লাইট হাউস  নাচোল উপজেলা শাখা অফিসের মাধ্যমে চাপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের প্যানেল আইনজীবীদের নিয়ে উপজেলার  প্রত্যন্ত  গ্রামে কমিউনিটি  লিগ্যাল এইড ও অফিস লিগ্যাল এইড ক্লিনিক, উঠান বৈঠকের মাধ্যমে বিনামূল্যে  আইনি পরামর্শ প্রদানসহ গরিব ও অসহায়দের জন্য বিনামূল্যে মামলা পরিচালনায় সহযোগিতা করে আসছেন।

সরকারি আইনি সেবাপ্রাপ্তিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রচারণা ও সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে এই সংস্থাটি। নারী-নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেও সচেতন করে তুলছে শিক্ষার্থীদের মাঝে। আদিবাসিদের স্থানীয় সালিশ ব্যবস্থা, গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা, সেমিনার, প্রশিক্ষণসহ কারিগরি সহোযোগিতা প্রদান করছে। সেই সাথে আদিবাসীদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সমস্যা মিমাংসার জন্য কমিউনিটি মিডিয়েশন, আদিবাসী সালিশি পরিষদের মাধ্যমে বিকল্প বিরোধ নিস্পত্তিতে কাজ করছে এনজিওটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.