ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার অপরাধে বিশুবাড়ী গ্রামের এনামুল হকের ছেলে ও বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মাহিন আহম্মেদ মুক্তাকে (৮) গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করা হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন শিশুর মা মজিদা বেগম। গুরুতর আহত অবস্থায় শিশু মুক্তাকে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মুক্তা বিশুবাড়ী ক্লিনিকের পিছনের একটি গাছ থেকে কয়েকটি লেচু পেড়ে খায়ার সময় গাছের মালিক আইয়ুব আলী সরকার (৪০) টের পেয়ে মুক্তাকে আটক করে।
আটকের পর রশি দিয়ে তার দুই হাত লিচু গাছের সঙ্গে বেঁধে বাঁশের কাঁচা কঞ্চি দিয়ে নির্দয়ভাবে মারপিট করায় মুক্ত জ্ঞান হারিয়ে ফেললে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মজিদুল ইসলাম জানান, শিশু মুক্তাকে বেদম শারিরীক নির্যাতন করায় তার সমস্ত শরীরে ক্ষতচিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।