হাকিম বাবুল, শেরপুর: শেরপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন এবং ঝিনাইগাতি উপজেলার ৭টি ইউনিয়নসহ মোট ১৪টি ইউনিয়নে ৭ মে শনিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে।
সকাল ১১ টার দিকে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা নিজেদের মধ্যে গোলযোগের চেষ্টা করে। কর্তব্যরত পুলিশ তিন রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, যেখানেই কেউ কোন ধরনের গোলযোগের চেষ্টা করবে প্রয়োজনে সেখানেই পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে-সকল কেন্দ্রে কর্তব্যরতদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, রৌহা ও ভাতশালা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত অনুমতিছাড়া নির্বাচনী এলাকায় যান্ত্রিক যানবাহন চালানোর অভিযোগে ৭ মোটর সাইকেল চালককে আটক করে তাদের নিকট থেকে ৩ হাজার ১০০ টাকা অর্থদ- আদায় করেছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন ও সামসুদ্দিন মুন্না অর্থদ- আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।