রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে রবিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলার কাউখালী ও আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের ২৪জন নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা।
শপথ অনষ্ঠানে ইউএনও লাবনী চাকমার সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শেখ সামসুদ্দোহা চাঁন প্রমূখ।