নওগাঁর পতিসরে বিশ্বকবি’র ১৫৫তম জন্ম উৎসবে নানা অনুষ্ঠান

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: বিশ্বকবির নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই পতিসর কাছারী বাড়ির দেবেন্দ্র মঞ্চ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্ম উৎসবের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উৎসবের উদ্বোধন করেন, প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ এ্যাডঃ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, এমপি।

Patisat News Pic 08-05-2016
জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ এ্যাডঃ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার, এমপি

পরে দেবেন্দ্র মঞ্চে নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, সাবেক এমপি ওহিদুর রহমান, রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মুৃহাম্মদ আশরাফুল ইসলাম, নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোকলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, রানী নগর উপজেলা চেয়ারম্যান আল-ফারুখ জেমস, উপজেলা সভাপতি মোঃ মফিজ উদ্দিনসহ কবির ভক্ত অনুরাগীরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিশ্বকবির স্মৃতি সংরক্ষণে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। কবি এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থ-সামাজিক উন্নয়নে যে ভূূমিকা রেখেছিলেন, সেই ধারাবাহিকতা আঁকড়ে ধরতে পারলেই আমাদের পতিসরের উন্নয়নসহ নওগাঁর সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা যাবে। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা নৃত্য, সংগীত পরিবেশন করেন।

এ উপলক্ষ্যে কবির কাছারী বাড়ি প্রাঙ্গণে বসেছে গ্রামীণ মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.