আতাউর রহমান মিন্টু, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দুপুরে ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে নিহতের দেড় বছর বয়সী শিশুপুত্র। রবিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ফাতেমা আক্তার শান্তা (১৯) পৌর শহরের ইমামবাড়ি এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম সুলায়মান শান্ত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইক দিয়ে ইমামবাড়ি এলাকা থেকে শিশুপুত্রসহ শান্তা জামতলা মোড় যাচ্ছিলেন। ইজিবাইকটি কলেজ রোডের গফরগাঁও সরকারি কলেজ গেইট এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইক থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে গৃহবধূ শান্তা ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত শিশুপুত্র সাদমানকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে এলাকাবাসী ইমামবাড়ী এলাকা থেকে ট্রাকসহ চালক মোশাররফকে (৫০) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকাবাসী সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করলে থানা পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন আহত হয়। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে।