হাকিম বাবুল, শেরপুর: সদর উপজেলার গাজীর খামার ইউনিয়নের চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসারসহ ভোটকেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় জাসদের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমানকে প্রধান আসামি করে অর্ধ-শতাধিক ব্যক্তির নামে মামলা হয়েছে।
শনিবার রাতে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শেরপুর জি. কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ৮ মে রবিবার মামলা গ্রহণ করে ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ইউপি নির্বাচন চলাকালে বিকেল আড়াইটার দিকে খলিলুর রহমানের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ওই কেন্দ্রে ঢুকে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে ঘিরে ফেলে মারধর শুরু করে। এ সময় তার চিৎকারে পোলিং অফিসারসহ কেন্দ্রের কর্মচারীরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপর আক্রমণ করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন খলিলুর রহমানকে চারদিক থেকে ঘিরে ফেলে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে উদ্ধার করে গাজীর খামার নিয়ে আসে। এ সময় প্রায় একঘন্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সরকারি কর্তব্যকাজে বাধা প্রদান করে তাদের উপর হামলার ঘটনায় মো. খলিলুর রহমানসহ ১৩ জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০জনকে আসামি করে একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চলছে।
এ ব্যাপারে বক্তব্য জানার জন্য জাসদ মনোনীত প্রার্থী খলিলুর রহমানের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটনের সাথে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।