রতন সিং, দিনাজপুর: বিচারকের স্বাক্ষর ও সীল জাল করে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকায় ২৬টি জব্দকৃত মোটরসাইকেল নিলাম করায় দিনাজপুরে পুলিশের এসআই ও ১ সোর্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়েছে।
সোমবার দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হক বীরগঞ্জ থানার এসআই মোঃ জাহাঙ্গীর হোসেন (বর্তমানে রাজশাহীর গোদাগাড়ী থানায় কর্মরত) ও পুলিশের সোর্স আবু সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করা হয়। বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের মোঃ আব্দুল গফ্ফারের দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়, এসআই জাহাঙ্গীর ও সোর্স আবু সাঈদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এফএম আহসানুল হকের স্বাক্ষর ও সীল জাল করে ২০১৫ সালের ২৫ থেকে ৩১ ডিসেম্বর এবং এ বছরের ১৪ এপ্রিল ২৬টি মোটরসাইকেল সাড়ে ২৭ লক্ষ টাকায় নিলাম করে। আদালতের কোন আদেশ না থাকা সত্বেও সম্পূর্ণ অবৈধভাবে জাহাঙ্গীর ও আবু সাঈদ ভূয়া ও জাল কাগজপত্র তৈরি করে ২৬টি মোটরসাইকেল নিলাম করে। ২৬টি মোটরসাইকেল বীরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে আটক করে।
সোমবার বিচারক মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করে ২ আসামি এসআই জাহাঙ্গীর হোসেন ও সোর্স আবু সাঈদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ হামিদুল ইসলাম।