জাহিবা হোসাইন, (মংলা) বাগেরহাট: খুলনার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় থান কাপড় আটক করেছে মংলা কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) স্টাফ অফিসার (অপারেশন্স) লে: এম ফরিদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মংলা কোস্টগার্ডের একটি টহল দল সোমবার ভোরে খুলনার রুপসার খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়।
এ সময় অভিযানকারীরা টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাক থামাতে বললে ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাক ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ট্রাক থেকে প্রায় ১৭ হাজার ২শ ৪৯ মিটার ভারতীয় থান কাপড় আটক করে। আটককৃত কাপড়ের মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কোস্টগার্ড। আটক করা কাপড় মংলা কাস্টমস হাউসে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় কাপড়ের চোরাচালান বৃদ্ধি পাওয়ায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা লে: এম ফরিদুজ্জামান খান।