জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনকে ২নং মির্জাপুর ইউনিয়ের চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ায় গতকাল মির্জাপুর ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়িয়ার বিল নামক স্থানে ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে শ্লোগান দিতে থাকে। অবশেষে মির্জাপুর ইউনিয়ের আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে ইউনিয়ন নেতারা সাংবাদিক সম্মেলন করে সাধারণ জনতাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান।
এই সময়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মকবুল হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২নং মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আবু বক্কার। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমরা ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও ২নং মির্জাপুর ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের পক্ষে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
২নং মির্জাপুর ইউনিয়নের দলীয় মনোনয়ন পুনঃ বিবেচনা করে ফিরোজ আহমেদের পরিবর্তে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
সাংবাদিক সম্মেলনে তারা ফিরোজ আহমেদের বিএনপি সংশ্লিষ্টতা উল্লেখ করে তার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরে ধরেন।
প্রধানমন্ত্রীকে আস্থা ও বিশ্বাসের ঠিকানা উল্লেখ করে সংবাদ সম্মেলনে তারা বলেন, সারা বাংলা গ্রামগঞ্জের মানুষ আপনাকে হৃদয় দিয়ে ভালবাসে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি নেতাকর্মী আপানার দিকে তাকিয়ে নতুন করে স্বপ্ন দেখে। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার হাতে সরকারের অনেক সংস্থা আছে।
আপনি তাদের দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের এই কথাগুলি বিবেচনা করে ২নং মির্জাপুর ইউনিয়নের শতভাগ নেতাকর্মীর প্রানের দাবি জন সমর্থনহীন দুর্নীতিবাজ ফিরোজ আহামেদের পরিবর্তে জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনকে মনোনয়ন দিবেন।