শেরপুর প্রতিনিধি: কৃষি ডিপ্লোমা সম্পন্নকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ, সকল এটিআইতে শিক্ষা উপবৃত্তি প্রদান ও ডিপ্লোমা কৃষিবিদদের চাকুরীতে দ্বিতীয় শ্রেণির মর্যাদাসহ ৪ দফা দাবি আদায়ে শেরপুরে ক্লাশ বর্জন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা সোমবার ক্লাশ বর্জন করে সকাল ১০ টা থেকে আড়াইটা পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। পরে শেরপুর পৌরসভা কার্যালয়ের সামনে আধাঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের দাবির সমর্থনে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের নিকট একটি স্মারকলিপি প্রদান করে।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) ছাত্র কমিটি’র সভাপতি মো. সাদ্দাম হোসেন জানান, আমরা চার দফা দাবি আদায়ে গত ৬ দিন ধরে শান্তিপূর্ণ কর্মসূিচ পালন করছি। ক্লাশ বর্জন করে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী বরাবর লিখিত স্মারকলিপি জেলা প্রশাসক, জনপ্রতিনিধিদের দিয়েছি। আমাদের দাবি বাস্তবায়নের ঘোষণা না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।