রতন সিং, দিনাজপুর: দিনাজপুর কারাগারে এক কয়েদীর মৃত্যু হয়েছে। দিনাজপুর জেল সুপার মোঃ সাইদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিটে কয়েদি মাসুদ আলী (৩০) বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৫টায় তার মৃত্যু হয়। মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে ৬ মাসে দ-িত মাসুদ আলী শহরের কসবা মহল্লার মকসেদ আলীর পুত্র। ৩৪ দিন পূর্বে তাকে কারাগারে পাঠানো হয়। তার কয়েদী নং ২৭২৩/এ।
মঙ্গলবার দুপুরে দিমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়। কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।