পতিসরে কবিগুরুর ১৫৫তম জন্মোৎসবের সমাপনী: মৌলিক অধিকার নিশ্চিত করতে রবীন্দ্র দশর্নের বিকল্প নেই

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: সমাজে বসবাসকারী মানুষের জন্য যেসব মৌলিক অধিকারগুলো সংবিধানে সংরক্ষিত আছে সেই অধিকারগুলোর কথা বহু আগেই বলেছিলেন রবীন্দ্রনাথ। নওগাঁর কালীগ্রামে জমিদারি পরিচালনা করতে এসে গরীব প্রজাদের মুক্তির কথা ধরা দিয়েছিলো বিশ্ব কবির চেতনায়। বিশ্ব কবির সেই চেতনার প্রয়োগ করতে পারলেই সমাজে শান্তি, অগ্রগতি ও মুক্তি সম্ভব।

Naogaon Patisor Pic 10.05.16
কবি গুরুর ১৫৫ তম জন্মোৎসবের সমাপনী উৎসবে গান পরিবেশন করছেন রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা

কবি গুরুর ১৫৫ তম জন্মোৎসব উপলক্ষে তাঁর নিজস্ব জমিদারি কাচারি বাড়ি পতিসরে তিন দিনের অনুষ্ঠানের সমাপনীতে মঙ্গলবার বাংলা একাডেমির উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

পতিসরের দেবেন্দ্র মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন ও শিক্ষা চিন্তা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জুলফিকার মতিন। নওগাঁর জেলা প্রশাসক ড. মো: আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রবীন্দ্র জার্নালের সম্পাদক মো: ইসরাফিল আলম এমপি, রাজশাহী ডিআইজি (প্রিজন) সাহিত্যিক বজলুর রশিদ, নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক, রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার, অধ্যাপক গোলাম কবির, বাংলা একাডেমির পরিচালক মোহাম্মাদ আব্দুল হাই, সাহিদা খাতুন, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান, নাটোর জেলার সিংড়া থানার ফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ বদরুদ্দোজা সরকার, রানী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ খান প্রমুখ।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিরা মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। একই মঞ্চে চৌপাস নাট্যাঞ্চল আয়োজিত কবিগুরুকে নিয়ে নাগর নামের একটি নাটক মঞ্চস্থ হয়।

এর আগে রোববার জাতীয়ভাবে কবিগুরুর ১৫৫তম জন্মোৎসব উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে স্থানীয়ভাবে কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.