হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ সফল করতে এক এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের গোপালবাড়ী মাতৃসদন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. পীযুষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির তালুকদার, মাতৃসদনের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ বক্তব্য রাখেন। এতে পরিবার-পরিকল্পনা বিভাগের টিএফপিও, কমিউনিটি মেডিকেল অফিসার, এফডব্লিউভিসহ ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আগামী ১৪-১৯ মে পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ ২০১৬ অনুষ্ঠিত হবে। ওই সময় প্রতিদিন সকাল থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত মাতৃসদন ও ইউনিয়ন পর্যায়ের ১৩টি ক্লিনিকে সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।