রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে নতুন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের উপজেলা অবহিতকরণ কর্মশালা বৃহস্পতিবার সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) পিরোজপুর জেলা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আহসান কবীর। বক্তব্য রাখেন, এসডিএফ-এর রিজিওনাল ম্যানেজার নুরুল আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম নুরুল হক, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবীর, এসডিএফ-এর জেলা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, সরকারের সার্বিক উন্নয়ন, সামাজিক বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে এসডিএফ বিশ্বব্যাংকের সহায়তায় কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে ৪৮টি গ্রামে এ কার্যক্রম চালাবে।