দিনাজপুর শিক্ষা বোর্ডে সাফল্যের শীর্ষে রংপুর জেলা, পাশের হার ৯২.২১

রতন সিং, দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে শীর্ষে রয়েছে রংপুর জেলা।

এ শিক্ষা বোর্ডে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পাশের হার ৮৯ দশমিক ৫৯। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি।

পরীক্ষায় রংপুর বিভাগের ৮টি জেলার ২৫৬৯টি বিদ্যালয়ের ১ লাখ ৪৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয় ১লাখ ৩৪ হাজার ২১জন। রংপুর বিভাগের ৮টি জেলার মধ্যে রংপুর জেলার পাশের হার ৯২ দশমিক ২১ ভাগ। এই জেলার ২৪ হাজার ৮৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮২ জন।

নীলফামারী জেলার পাশের হার ৯১ দশমিক ৯৯ ভাগ। জেলায় ১৪ হাজার ৮৩৮ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭২ জন। লালমনিরহাট জেলার পাশের হার ৯১ দশমিক ৬৯ ভাগ। জেলায় ১১ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছেন ৪৯৯ জন। পঞ্চগড় জেলার পাশের হার ৯০ দশমিক ৯১ ভাগ। জেলায় ৯ হাজার ৭১৫ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছেন ৪২২ জন। ঠাকুরগাঁও জেলার পাশের হার ৯০ দশমিক ৩৩ ভাগ। জেলায় ১৩ হাজার ৮০১ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছে ৮৫৬ জন পরীক্ষার্থী। গাইবান্ধা জেলার পাশের হার ৮৯ দশমিক ৬৬ ভাগ। জেলায় ১৭ হাজার ৮১২ জন উত্তীর্ণ ও ৮৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। কুড়িগ্রাম জেলার পাশের হার ৮৬ দশমিক ২৬ ভাগ। জেলায় ১৫ হাজার ৫৭৫ জন উত্তীর্ণ ও জিপিএ-৫ পেয়েছে ৬৬৭ জন। দিনাজপুর জেলার পাশের হার ৮৬ দশমিক ১৬ ভাগ। এ জেলায় ২৫ হাজার ৭৮৪ জন উত্তীর্ণ হয়েছে ও জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.