হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে এসএসসি পরীক্ষার ফলাফলে ৯০ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশের হার নিয়ে জেলায় শীর্ষস্থান দখল করেছে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এবার ২১৭ পরীক্ষার্থী এএসসি পরীক্ষা দিয়েছিলো। এরমধ্যে ৯০ জন জিপিএ-৫ এবং অন্যরা ‘গ্রেড-এ’ পেয়েছে। প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত ক্লাশ, রুটিন পরীক্ষা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের আন্তরিকতায় এমন ফলাফল সম্ভব হয়েছে। সামনে আমাদের আরও ভালো করতে হবে।
এদিকে, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ২১৫ পরীক্ষার্থীর মাঝে ৮০ জন জিপিএ-৫ এবং ১৩৪ জন ‘গ্রেড-এ’ পেয়েছে। একজন পরীক্ষার্থী তাদের অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কৃত হয়েছিলো। প্রাইভেট স্কুলগুলোর মাঝে নবারুণ পাবলিক স্কুলের ১০৩ পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। তন্মধ্যে ১০২ জন জিপিএ-৫ ও একজন ‘গ্রেড-এ’ পেয়েছে। আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাইস্কুলের ১৭৬ পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। তন্মধ্যে ১৫৮ জন জিপিএ-৫ ও ১৮ জন ‘গ্রেড-এ’ পেয়েছে। বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের ২১ পরীক্ষার্থী শতভাগ পাশ করেছে। তন্মধ্যে ২০ জন জিপিএ-৫ ও একজন ‘গ্রেড-এ’ পেয়েছে।