চুরি যাওয়া ২২ মোটরসাইকেল ভুয়া নিলামে বিক্রির দায়ে পুলিশের এসআই এর বিরুদ্ধে মামলা

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের স্বাক্ষর, সিল ও সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার চালান জাল করে ২২টি চুরি যাওয়া মোটরসাইকেল ভুয়া নিলামের মাধ্যমে বিক্রির অভিযোগে বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কোতয়ালী থানায় দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে গত ১১ মে কোতয়ালী থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার আসামি করা হয়েছে তৎকালীন বীরগঞ্জ থানায় কর্মরত এসআই এসএম জাহাঙ্গীর আলমকে। আসামি জাহাঙ্গীর বর্তমানে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় কর্মরত রয়েছে।

বাদীর মামলায় অভিযোগ করেন, গত ১৬ এপ্রিল পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স চলাকালীন সময়ে কয়েকজন আগত লোক বাদীর নিকট কাগজপত্র প্রদর্শন করে জানতে চান বীরগঞ্জ থানায় থাকা ২২টি মোটরসাইকেল নিলামে ক্রয় করে নেওয়ার বিষয় সঠিক আছে কি-না। বিষয়টি আদালতের ফাইলপত্রে অনুসন্ধান করে কোনও অস্তিত্ব না পাওয়ায় বীরগঞ্জ থানার ওসির নিকট পত্র প্রেরণ করে জানতে চাওয়া হয়। বীরগঞ্জ থানা থেকে গত ২৮ এপ্রিল আদালতে পত্র প্রেরণ করে জানানো হয় এ ধরনের কোনও নিলাম থানায় হয়নি বা থানার রেজিষ্ট্রারে লিপিবদ্ধ নাই।

ভুয়া নিলামে মোটরসাইকেল ক্রয় করার বিষয়ে ২২টি চালান দিনাজপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়। সোনালী ব্যাংক থেকে গত ৩০ এপ্রিল আদালতকে জানিয়ে দেওয়া হয় চালানগুলো ভুয়া। এ ধরনের কোন চালান সোনালী ব্যাংকে জমা হয়নি। আদালতের অনুসন্ধানে প্রকাশ পেয়েছে মোটরসাইকেলগুলো বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ চক্র চুরি করে আসামি জাহাঙ্গীরের মাধ্যমে ভুয়া নিলাম দেখিয়ে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে দুদক আইনে আদালতের নির্দেশে নাজির মামুন হাসান মামলা করলে মামলাটি তদন্তের জন্য দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর সমন্বিত জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিমের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, মামলার অভিযোগ পাওয়া গেছে। দুদকের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে তদন্ত কার্যক্রম চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.