রতন সিং, দিনাজপুর: দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আমতলীতে ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কায় ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০ টায় এই দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী বীরগঞ্জ উপজেলার মহাদেবপুর এলাকার বাসিন্দা ও আমিনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের কৃষি শিক্ষক দুর্গা রায় (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তার সাথে থাকা অপর মোটরসাইকেলের আরোহী তার শ্যালিকা পারুল রানী রায়কে (২৫) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত দুর্গা রায় ও তার শ্যালিকা পারুল রানীকে নিয়ে শনিবার সকাল ১০টায় মোটরসাইকেল যোগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে ফুলবাড়ী যাচ্ছিলেন। চিরিরবন্দর উপজেলার আমতলীতে পেছন থেকে আসা একটি ট্রাক মটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে দুর্গা রায় ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হয় তার শ্যালিকা পারুল রানী রায় (২৫)।
এ সময় স্থানীয় লোকজন আহত পারুল রানীকে উদ্ধার করে দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুর্গা রায়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।