নির্বাচনী সহিংসতায় দোষীদের শাস্তির দাবিতে মুকসুদপুরে মানববন্ধন

হায়দার হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আওয়ামী লীগের অফিস ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রাঘদী ইউনিয়নবাসী ও আওয়ামী লীগ সমর্থিত সাধারণ মানুষ এ কর্মসূচি পালন করে।

শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঘদি ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল আলী ফকির, আবদুল হান্নান ফকিরসহ ক্ষতিগ্রস্তরা। এ সময় তারা দোষীদের  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

৮ মে রাঘদী ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের লোকজন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান টুটুলের সমর্থকদের উপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হন ও বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর এবং লুটপাট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.