শৈলকুপায় দুই ভাইয়ের নির্বাচনী লড়াই জমে উঠেছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়নে ভাইয়ে ভাইয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই ভাইয়ের নির্বাচনী লড়াই নিয়ে বাবা শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শিকদার মোশাররফ হোসেন পড়েছেন বিপাকে। তবে মেজ ছেলে শিকদার কামরুজ্জামান জিকু নৌকা প্রতীক পাওয়ায় তিনি তার পক্ষেই প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন।

2 Brother Agenist Chairman Election-Jhenaidah
দুই ভাইয়ের নির্বাচনী লড়াই

এতে ছোট ছেলে স্বতন্ত্র প্রার্থী শিকদার ওয়াহেদুজ্জামান ইকু বাবার বাসা ছেড়ে উঠেছেন নতুন বাসায়। বিষয়টি শৈলকুপায় বেশ মুখরোচক আলোচনায় পরিণত হয়েছে। দুই ভাই কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। ফলে ভোটারদের মাঝে বিভ্রান্তির পাশাপাশি সংঘাতের আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে ছোট ভাই নৌকার প্রার্থী জিকুর এক সমর্থকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন।

শিকদার ওয়াহিদুজ্জুামান ইকু লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, শৈলকুপা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ.কে.এম জহুরুল হক লিটন হাকিমপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মিছিল, মটরসাইকেল শো-ডাউন এবং প্রচারণা চালাচ্ছেন। যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

তবে তাদের বাবা শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শিকদার মোশাররফ হোসেন দুই ছেলের লড়াইয়ের কথা অস্বীকার করলেও পরে অবশ্য জানান, আমি এ নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত। আমার এবং আমার স্ত্রীর শরীরও ভাল না। বড় ছেলে বাড়ি এসেছে। পারিবারিকভাবে বসে বিষয়টি হয়তোবা সমাধান করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.